ওই কথাই রইলো::২৩/৯/২৪
- কমলতোলা

সেদিন তুমি বলেছিলে, ওই কথাই রইলো
নাসা তোমাকে মহাকাশে পাঠাতে চায়
শরতের পুঞ্জ পুঞ্জ সঞ্চরণশীল মেঘের
উপর দিয়ে তোমার মহাকাশযান উড়ে যাবে
মহাশূন্যের অনন্ত নীলিমায় তোমার মহাকাশযান
মিশে যাওয়ার আগে পৃথিবীটা ছোট হতে হতে
একটি বিন্দু হয়ে যাবে; পূর্ণিমার চাঁদের জোছনা
ওই মহাবিশ্বে আর অনুভূত হবে না
সহস্র সহস্র তারামন্ডলী আকাশে মিটমিট করে
তোমার অতীত ভবিষ্যৎ নিয়ে নীরব থাকবে
তুমি বর্তমানের শুধুই এক মহাকাশ অনুসন্ধানী
আবার সঞ্চরণশীল পুঞ্জ পুঞ্জ মেঘের এক শরতে
আমাদের দেখা হবে;ওই কথাই রইলো তাহলে।


২৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।